ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২৪ এপ্রিল ২০২৫

English

জাতীয়

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ২৩ এপ্রিল ২০২৫

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি: গ্রেফতার মেহেরাজ ইসলাম...

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধা থেকে তাকে আটক করা হয়। এই মামলায় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‍্যাব-১ এবং র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে মেহেরাজকে গ্রেফতার করে। তাকে ঢাকায় আনা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

এর এক দিন আগে কুমিল্লা থেকে মামলার এজাহারভুক্ত আরো একজন আসামি হৃদয় মিয়াজিকে আটক করে (র‍্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানার যুগ্ম সদস্য সচিব হিসেবে পরিচিত।

মামলার তদন্তে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের উদ্দেশে হাসাহাসির অভিযোগকে কেন্দ্র করে পারভেজের ওপর হামলা হয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি মীমাংসা করে দিলেও কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা পরে হামলা চালান। হামলায় মারাত্মকভাবে আহত হন পারভেজ। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখিতদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত।

আটক অন্য আসামিরা হলেন মাহাথির হাসান, আবুজর গিফফারী, সোবহান নিয়াজ তুষার, রিফাত, আলী, ফাহিম এবং হৃদয় মিয়াজি। গ্রেফতার হওয়া কয়েকজন বর্তমানে রিমান্ডে রয়েছেন।

র‍্যাব বলছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

ইউ

২০২৬ সালের মার্চে বসছে দশম বাংলাদেশ গেমস

বিএনপি জুলুম করে প্রতিশোধ নিতে চায় না: তারেক রহমান

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

‘বিদ্যুৎ চাহিদা ২০৪১ সালে ৫৮ হাজার ৪১০ মেগাওয়াটে পৌঁছাবে’

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্বর্ণের দাম এবার কমলো

নোয়াখালীতে অফিস ঢুকে প্রধান শিক্ষককে মারধর

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোহাম্মদপুরে খাল উদ্ধারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকায় আওয়ামী লীগের আরো তিন নেতা গ্রেফতার

কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: বিশ্বব্যাংক

১৮৫ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান 

আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না: হাইকোর্ট

শুধুই ‘পিওনি’ ফুলের ছবি আঁকেন তিনি