
ছবি সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় ‘হাইক্কার খাল’ দখলমুক্ত করতে বড় পরিসরে উচ্ছেদ অভিযান শুরু করেছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে ইতিমধ্যে একাধিক অবৈধ ভবন ভেঙে ফেলা হয়েছে। অভিযানটি পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানম ও সাহিদুল ইসলাম। খাল দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিল স্থানীয় বাসিন্দারা।
এর আগে সকাল ১০টার দিকে অভিযানস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি স্পষ্টভাবে জানান, “যারা খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দল, মসজিদ বা বাড়ির নামে হলেও অবৈধ দখল মানা হবে না।”
প্রশাসক আরো বলেন, ‘এটি আমাদের ধারাবাহিক উচ্ছেদ কার্যক্রমের অংশ। আজকের অভিযানে দুটি ভবন ভাঙা হচ্ছে। ভবিষ্যতে ফুটপাত ও জনগণের অন্যান্য জায়গা দখলমুক্ত করতেও নিয়মিত অভিযান চলবে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এখনো সরকারি জমি দখল করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের সতর্ক করছি—তাদের বিপদ আসন্ন। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, ডিএনসিসি বেশ কিছুদিন ধরেই খাল ও জলাধার রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
ইউ