ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৩ এপ্রিল ২০২৫

English

জাতীয়

জাতিসংঘ ঘোষিত WSIS পুরস্কার ২০২৫ অর্জনে

বিএনএনআরসি’র তিনটি উদ্যোগকে ভোট দিন

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২০:২৪, ২২ এপ্রিল ২০২৫

বিএনএনআরসি’র তিনটি উদ্যোগকে ভোট দিন

সংগৃহীত ছবি

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন(বিএনএনআরসি)-এর তিনটি উদ্যোগ জাতিসংঘের World Summit on the Information Society (UN WSIS) পুরস্কার ২০২৫-এর জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে ডিজিটাল এবং গণমাধ্যম উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিবেদিত তিনটি উদ্যোগ জাতিসংঘের সম্মানজনক World Summit on the Information Society (UN WSIS) পুরস্কার ২০২৫-এর জন্য প্রাথমিক মনোনয়ন পেয়েছে।

মনোনীত উদ্যোগসমূহ হলো: C1 (Governments & Stakeholders in ICT for Development): Promote Digital localisation for Advancing Digital Democracy (ডিজিটাল গণতন্ত্র বিকাশে ডিজিটাল স্থানীয়ায়ন প্রসার—এই উদ্যোগটি সরকার ও সকল অংশীদারদের আইসিটি উন্নয়নে ভূমিকার অংশ হিসেবে মনোনয়ন পেয়েছে।

C4 (Capacity Building): Empowering Rural Women through Digital Financial Literacy (গ্রামীণ নারীদের ডিজিটাল আর্থিক সাক্ষরতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন—এই উদ্যোগটি সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে মনোনয়ন পেয়েছে।

C9 (Media): Constructive Journalism on Road Safety for Media Professionals Using Digital Platforms (ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গণমাধ্যমকর্মীদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ে গঠনমূলক সাংবাদিকতা)—এই উদ্যোগটি মিডিয়া অ্যাকশন লাইনের অংশ হিসেবে মনোনয়ন পেয়েছে।

আপনার ভোটেই বিএনএনআরসি জিতবে WSIS Prizes 2025-এ প্রাথমিকভাবে মনোনীত তিনটি উদ্যোগ। ভোটিং নির্দেশনা: প্রথমেই ওয়েসবাইটে প্রবেশ করুন, তারপর আপনার ই-মেইল দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। Registration: https://bit.ly/43PbnT2, Vote for BNNRC: https://bit.ly/42qRq2t   রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার পর "Vote" অপশনে ক্লিক করুন। Vote অপশনে ক্লিক করার পর আপনি Voting Form নামক আরও একটি অপশান দেখতে পাবেন এখানে, ক্লিক করুন। সেখানে এর ডান দিকে "Vote for this project" ক্লিক করে আপনার ভোট কার্যক্রম সম্পন্ন করুন।

 

WSIS Forum হল একটি বৈশ্বিক বার্ষিক সম্মেলন যেখানে "উন্নয়নের জন্য আইসিটি" বিষয়ে বহু-অংশীজনের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এই ফোরাম WSIS Action Lines বাস্তবায়নের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যা টেকসই উন্নয়নের লক্ষ্য (SDGs) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে তথ্য বিনিময়, জ্ঞান সৃষ্টির সুযোগ, এবং উদীয়মান প্রবণতা চিহ্নিত করে অংশীদারিত্ব গড়ে তোলার দারুণ সুযোগ সৃষ্টি হয়।

UN WSIS Prizes সেইসব অনন্য উদ্যোগকে সম্মাননা প্রদান করে, যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে কার্যকর ভূমিকা রাখছে। এই পুরস্কারের নির্বাচনী প্রক্রিয়া WSIS Action Lines এর সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য, জনগণের ওপর প্রকল্পের প্রভাব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে অবদানের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে WSIS Prizes প্রদান করা হয়। বিশেষজ্ঞদের একটি প্যানেল ১,০০০-এর বেশি মনোনীত প্রকল্প পর্যালোচনা করে, যার মধ্যে ৩৬০টি প্রকল্প WSIS Stakeholders কমিউনিটির পক্ষ থেকে অনলাইন ভোটিং-এর জন্য উপস্থাপন করা হয়। ভোট বিশ্লেষণের পর বিশেষজ্ঞ দল ৯০টি অনন্য প্রকল্প বাছাই করে, যেগুলো বৈশ্বিকভাবে উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়েছে।

বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো ডিজিটাল উন্নয়ন এবং গণমাধ্যম উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে ডিজিটাল এবং গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে ডিজিটাল এবং গণমাধ্যমের উন্নয়ন। বিএনএনআরসি’র উদ্দেশ্য হলো চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টি এবং নীতিনির্ধারক ও অংশীজনদের চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক বহুমুখি প্রভাবের গতি ও সাবলীলতা সম্পর্কে নিয়মিত অবহিতকরণ।

এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (UN WSIS) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল (UN ECOSOC)- এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা।

উল্লেখযোগ্য যে, বিএনএনআরসি প্রথমবার WSIS Award লাভ করে ২০১৬ সালে এবং পরবর্তীতে ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২৩ সালে Champion হিসেবে স্বীকৃতি লাভ করে।


 

//এল//

পিরোজপুরে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম বিএনপির

কোনো বিপ্লব বা পরিবর্তন ৩৬ দিনে হয় না: রুমিন ফারহানা

১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ভারতে ১৭০ মাদরাসা বন্ধের ঘটনায় আলেম সমাজের তীব্র নিন্দা

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আবারো স্বর্ণের দাম বাড়লো

বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বিএনএনআরসি’র তিনটি উদ্যোগকে ভোট দিন

‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ’

পরীমণির নামে আরও এক মামলা

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার