ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২২ এপ্রিল ২০২৫

English

জাতীয়

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:০১, ২২ এপ্রিল ২০২৫

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠানো হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে যাবে এবং সেখান থেকে বাংলাদেশের দূতাবাসে পৌঁছাবে।’

টিউলিপ সিদ্দিকের বিষয়ে কমিশনার জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার নামে প্রেরিত চিঠিপত্রও পাঠানো হয়েছে তার বাংলাদেশের ঠিকানায়। তাই তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে রেড এলার্ট জারি করা হয়েছে কী না, জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ জানান, ‘রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনও কমিশনে আলোচিত হয়নি। তবে এটি পরবর্তী কমিশন সভায় আলোচনায় আসবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য জানানো হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে চুক্তির পর্যায়ে আছে সরকার। চুক্তি সম্পন্ন হলে তাদের সহযোগিতা পাওয়া যাবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে রয়েছে রাজউকের একটি আবাসন প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা ছয়টি মামলা, যাতে অভিযুক্ত ২৩ জনের

ইউ

পরীমণির নামে আরও এক মামলা

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

দেশবাসীর কাছে বিচার চাইলেন ঢাকা সিটি কলেজে অধ্যক্ষ

১১২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক

সংঘর্ষের জেরে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

ট্রাম্প-পাওয়েল বিতর্কে রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা: ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

ধর্মনিরপেক্ষতা বাদ দেয়ার প্রস্তাবে সম্মতি বিএনপির

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

কাতারে যাবে বাংলাদেশি ৭২৫ সৈনিক

বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান