
ছবি সংগৃহীত
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ ও উত্তেজনার কারণে আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টা ২৪ মিনিটে, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন এই ঘোষণা দেন।
এর আগে দুপুর ১২টার দিকে, এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়।
সরেজমিনে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজের শিক্ষার্থীদের ঘিরে রাখেন, অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে অগ্নিসংযোগসহ বিক্ষোভ শুরু করেন।
এই সহিংসতার জেরে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ পথচারী ও যানবাহনচালকরা চরম ভোগান্তিতে পড়েন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টহল বাড়িয়েছে এবং উভয় কলেজের প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইউ