ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২২ এপ্রিল ২০২৫

English

জাতীয়

বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৩০, ২২ এপ্রিল ২০২৫

বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান

ফাইল ছবি

বিশ্বের জন্য একটি নিরন্তর, সমতাভিত্তিক এবং টেকসই ভবিষ্যতের পথে যাত্রা শুরুর আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রস্তাবিত ৫ উদ্যোগ
১. আর্থিক অন্তর্ভুক্তি প্রসার: প্রফেসর ইউনূস বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবিকা নির্বাহ ও অর্থনৈতিক অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছে দিতে হবে। এতে তারা আত্মনির্ভর হতে পারবে।

২. সামাজিক ব্যবসার প্রসার: মুনাফার চেয়ে উদ্দেশ্যকে অগ্রাধিকার দেওয়া উদ্যোগগুলোকে উৎসাহিত করার কথা জানিয়ে তিনি বলেন, পরিবেশ ও সমাজের সংকট মোকাবিলায় সামাজিক ব্যবসাকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে।

৩. তরুণদের ক্ষমতায়ন: তরুণদের সম্ভাবনা ও দক্ষতায় বিনিয়োগ করে এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরার প্ল্যাটফর্ম তৈরি করে পরিবর্তনের নেতৃত্বে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৪. বিশ্ব শান্তি ও ন্যায়বিচারে অঙ্গীকার: টেকসই উন্নয়নের পূর্বশর্ত হিসেবে বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি মানবতার মঙ্গল নিশ্চিত করতে অপরিহার্য।

৫. ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করা: স্বল্পোন্নত ও গ্র্যাজুয়েট হওয়া দেশগুলোর উন্নয়নে নৈতিক দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উন্নত দেশগুলোর প্রতি ওডিএ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। বিশেষ করে জিএনআই-এর ০.২ শতাংশ অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণে জোর দেন তিনি।

প্রফেসর ইউনূস বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, তবে আমাদের উদ্ভাবন, সহমর্মিতা ও একসঙ্গে কাজ করার শক্তিও বিরাট। কাতার এবং আর্থনা সামিট দেখিয়েছে, কীভাবে একটি দেশ ঐতিহ্য ও প্রযুক্তিকে একত্র করে জলবায়ু সংকট, বৈষম্য ও কর্মসংস্থান সংকটের মোকাবিলা করতে পারে।'

তিনি আরো বলেন, বাংলাদেশ বর্তমানে একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক পৃথিবী রেখে যাওয়ার ওপর জোর দেন তিনি।

ইউ

সংঘর্ষের জেরে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

ট্রাম্প-পাওয়েল বিতর্কে রেকর্ড ছুঁল স্বর্ণের দাম

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা: ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

ধর্মনিরপেক্ষতা বাদ দেয়ার প্রস্তাবে সম্মতি বিএনপির

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

কাতারে যাবে বাংলাদেশি ৭২৫ সৈনিক

বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান

কুয়েট ভিসির অপসারণের দাবিতে আমরণ অনশনে ৩২ শিক্ষার্থী

চটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের শরবত

সাংবাদিক নিয়োগ দেবে এনটিভি

আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি

অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী

ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তলবে সিআরইউর নিন্দা

‘বিয়েটা করেই ফেললাম’ নিয়ে যা বললেন প্রভা