ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২২ এপ্রিল ২০২৫

English

জাতীয়

কারাগারে সোয়েটার হারানোর অভিযোগ পলকের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ২১ এপ্রিল ২০২৫

কারাগারে সোয়েটার হারানোর অভিযোগ পলকের

ছবি সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকা অবস্থায় তার দুটি শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।

সোমবার (২১ এপ্রিল) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের উদ্দেশ্যে এই অভিযোগ করেন তিনি।

পলক বলেন, ‘আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।’

তবে তার এই অভিযোগ ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আলোচনায় থাকার জন্য জুনাইদ আহ্‌মেদ পলক উদ্ভট দাবি করে থাকেন। এই সোয়েটার হারানোর অভিযোগও তেমনই একটি উদ্ভট দাবি। কারাগারে বন্দীর জিনিসপত্র হারানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘কারাগার থেকে কোনো কাপড় বাইরে নেওয়ার প্রয়োজন হলে তা সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং এরপর স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। এমনকি পলকের আইনজীবীর দেয়া তথ্যও সঠিক নয়।’

এর আগে, আজ বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহ্‌মেদ পলক এবং তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানির পর পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের জানান, কাঠগড়ায় দাঁড়িয়ে তার মক্কেল সোয়েটার হারিয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ঘটনায় পলকের বক্তব্য ও কারা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। সোয়েটার হারানো নিয়ে এমন বিতর্ককে অনেকেই ব্যতিক্রমধর্মী এবং অসংলগ্ন বলে অভিহিত করছেন।

ইউ

‘ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন’

সংবাদপত্রের গুনগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠনের ঘোষণা 

আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

সাকিবের দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্বর্ণের দাম আবারো বেড়েছে

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে অব্যাহতি

রাতে ১১ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা: প্রধান উপদেষ্টা

দ্বিতীয় দিনেও ব্যাকফুটে বাংলাদেশ

কারাগারে সোয়েটার হারানোর অভিযোগ পলকের

চলতি বছর লাগেজ সুবিধা পাবেন না সব হজযাত্রী

যুক্তরাষ্ট্রপন্থী দেশগুলোর প্রতি চীনের হুঁশিয়ারি