ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২২ এপ্রিল ২০২৫

English

জাতীয়

চলতি বছর লাগেজ সুবিধা পাবেন না সব হজযাত্রী

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩৮, ২১ এপ্রিল ২০২৫

চলতি বছর লাগেজ সুবিধা পাবেন না সব হজযাত্রী

ছবি সংগৃহীত

চলতি বছরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। তবে তাদের সবাই লাগেজ ব্যবস্থাপনার সুবিধা পাবেন না বলে জানান তিনি।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বাংলাদেশ থেকে গমনকারী হজযাত্রীদের পরিষেবা প্রদানের সুবিধার্থে’ সৌদি আরবের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী ৭৭ হাজার ১০০ হজযাত্রী মক্কা রুট ইনিশিয়েটিভ-এর আওতায় লাগেজ ম্যানেজমেন্ট সুবিধা পাবেন। তবে অন্যান্য বিমানবন্দর হয়ে যাওয়া ১০ হাজার যাত্রী এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।’

নুরুল আনোয়ার বলেন, ‘মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় হজযাত্রীরা বাংলাদেশেই ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরবে পৌঁছাতে পারেন। একই সঙ্গে স্মার্ট লাগেজ ব্যবস্থাপনার মাধ্যমে তাদের লাগেজ সরাসরি হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।’

তিনি আরো জানান, গত বছর ৮৫ হাজার হজযাত্রীর মধ্যে মাত্র ১০০টির মতো লাগেজে জটিলতা দেখা দিয়েছিল। এবছর সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “ভিসার কোনো সমস্যা ছিল না। জটিলতা ছিল বাড়ি ভাড়া নিয়ে। কারণ, বাড়ি ভাড়া সম্পন্ন না হলে ভিসার আবেদন করা যায় না। আজ (সোমবার) সকাল পর্যন্ত সব হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন হয়েছে।”

এবার হজ ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয়, সে বিষয়ে উভয় দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন বলেও জানানো হয়। হাজীদের নির্বিঘ্ন যাত্রা ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতির কথাও তুলে ধরা হয় বৈঠকে।

ইউ

‘ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন’

সংবাদপত্রের গুনগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠনের ঘোষণা 

আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

সাকিবের দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্বর্ণের দাম আবারো বেড়েছে

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে অব্যাহতি

রাতে ১১ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা: প্রধান উপদেষ্টা

দ্বিতীয় দিনেও ব্যাকফুটে বাংলাদেশ

কারাগারে সোয়েটার হারানোর অভিযোগ পলকের

চলতি বছর লাগেজ সুবিধা পাবেন না সব হজযাত্রী

যুক্তরাষ্ট্রপন্থী দেশগুলোর প্রতি চীনের হুঁশিয়ারি