ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ এপ্রিল ২০২৫

English

জাতীয়

চিত্রশিল্পীর বাড়িতে আগুন এবং কবির বাড়ি ভেঙে ফেলায় ঘটনায় এমএসএফ’র নিন্দা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৭, ১৭ এপ্রিল ২০২৫

চিত্রশিল্পীর বাড়িতে আগুন এবং কবির বাড়ি ভেঙে ফেলায় ঘটনায় এমএসএফ’র নিন্দা

ছবি সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ভাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অপরদিকে কবি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত রফিক আজাদের বরাদ্দকৃত বাড়ির অংশবিশেষ গৃহায়ণ কর্তৃপক্ষ দ্বারা  ভেঙে ফেলায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

 আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। শিল্পীর পরিবার অভিযোগ করে জানান, ‘মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করার পর দুই ঘণ্টার মধ্যে তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হলেও মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, মিথ্যা অভিযোগে সাম্প্রদায়িক সম্প্রিতির পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একশেনীর স্বার্থানেষীর শক্তির ইন্ধনে এ ধরণের হামলার ঘটনা ঘটেছে, যা  বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এমএসএফ দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদার সুরক্ষা ও জানমালের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ এবং মানবেন্দ ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরনের পাশপাশি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুততার সাথে আইনানুগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।

এমএসএফ কবির স্মৃতি সংরক্ষণ ও ধারণের  জন্য বাড়িটির অংশবিশেষ স্থায়ী বন্দোবস্তের উদ্যেগ গ্রহণের মাধ্যমে দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার জোর দাবি জানাচ্ছে।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল সকালে গৃহায়ণ কর্তৃপক্ষ বাড়িটি ভাঙার কাজ শুরু করে। কবি রফিক আজাদের কবি স্ত্রী দিলারা হাফিজ ১৯৮৮ সালে এস্টেট অফিস কর্তৃক সাময়িকভাবে তাঁর নামে বরাদ্দ দেওয়া একতলা বাড়িটিতে ২৯ বছর ধরে বসবাস করছেন। জানা গেছে, বাড়িটিতে চারটি ইউনিট। এর একটিতে থাকছেন কবির স্ত্রী দিলারা হাফিজ। বাকি তিন ইউনিট অন্যদের নামে বরাদ্দ। ১৬ এপ্রিল সকালে গৃহায়ণ কর্তৃপক্ষ বাড়িটির পূর্ব দিকের দুটি ইউনিট ভেঙে ফেলে। বাড়ির একাংশ ভাঙার কারণে বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন হওয়ায় সেখানে দিলারা হাফিজ আর থাকতে পারছেন না। উল্লেখ্য ২০১২ সালে বাড়িটি নিজের বলে দাবি করে সৈয়দ নেহাল আহাদ নামের এক ব্যক্তি। এ নিয়ে সৈয়দ নেহাল, হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিবাদী করে মামলা করেন দিলারা হাফিজ। আদালত বাড়িটির ওপর স্থিতাবস্থা দেন। পরের বছর এই স্থিতাবস্থা স্থায়ী করেন আদালত। কবি স্ত্রী দিলারা হাফিজ জানান, তাঁকে বাড়ি ছাড়ার লিখিত কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। শুধু মৌখিকভাবে কয়েক দিনের কথা বলা হয়েছিল। 

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে, কবি রফিক আজাদের বাড়ি সংরক্ষণ করার উদ্যেগ না নিয়ে তা ভেঙ্গে ফেলার চেষ্টা মানবাধিকারের পরিপন্থি। এমএসএফ রাষ্ট্র কবি রফিক আজাদের বাড়ি সংরক্ষণ করে দেশের সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে। পাশাপাশি কবির পরিবারের নিরাপত্তা প্রদানসহ কবির স্মৃতি সংরক্ষণ ও ধারণের  জন্য বাড়িটির অংশবিশেষ স্থায়ী বন্দোবস্তের উদ্যেগ গ্রহণের মাধ্যমে দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার জোর দাবি জানাচ্ছে।

ইউ

নালায় পড়ে যাওয়া ৬ মাসের সেই শিশুর মরদেহ উদ্ধার

ভারতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে

মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে যাওয়া শিশুটি

নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা নালায়, ৬ মাস বয়সী শিশু নিখোঁজ

আজ থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন: দুদু

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: রিজওয়ানা