ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ এপ্রিল ২০২৫

English

জাতীয়

নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান 

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ১৭ এপ্রিল ২০২৫

নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান 

ছবি: উইমেনআই২৪ ডটকম

পুরুষতান্ত্রিক দৃষ্টি ভঙ্গি পরিহার করে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা কমিউনিটি ক্লিনিক, স্কুল, মার্কেট ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে নারীদের প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কার্যালয়ে  আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান হয়। 

বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্র আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রোকসানা সুলতানা। বিএনপিএস’র সহকারি সমন্বয়কারি সিঁথী ঘোষের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা ও সহকারি শিক্ষক খলিলুর রহমান, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এমএ মান্নান মনির, শাপলা একাডেমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসিনা আক্তার, কচিকন্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শিশির মন্ডল, বিএনপিএস’র কর্মকর্তা আমরীন হোসাইন, ব্রাকের এরিয়া ম্যানেজার আব্দুস সবুর, ওয়াল্ডভিশনের প্রোগ্রাম অফিসার রহিমা বেগম, মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপক বিটন বিশ্বাস প্রমূখ।

সভায় ধারণাপত্র পাঠ করেন বিএনপিএস কর্মকর্তা করিমুন্নেছা আকন্দ। তিনি নারী প্রগতি সংঘের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং সভার উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি কমিউনিটি ক্লিনিক, স্কুল, মার্কেট ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে অনুকুল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্কুল ও কলেজের প্রধানগণ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ জাতীয় অগ্রগতির স্বার্থে নিজ নিজ প্রতিষ্ঠানে বিদ্যমান কমিটিগুলোতে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মা ও শিশু ভাতা, দুস্থ নারী ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রান্তিক নারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ইউ

নালায় পড়ে যাওয়া ৬ মাসের সেই শিশুর মরদেহ উদ্ধার

ভারতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে

মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে যাওয়া শিশুটি

নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা নালায়, ৬ মাস বয়সী শিশু নিখোঁজ

আজ থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন: দুদু

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: রিজওয়ানা