ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৭ এপ্রিল ২০২৫

English

জাতীয়

গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে মামলা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৫ এপ্রিল ২০২৫

গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল ও রেজিস্ট্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার, ১৫ এপ্রিল, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।

মামলার অন্য দুই আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

এজাহারে বলা হয়, টিউলিপ ও অন্যান্য আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশ করে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেন। তারা কোনো টাকা পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশান-২–এর একটি ফ্ল্যাট দখল করেন এবং পরবর্তীতে তা রেজিস্ট্রির মাধ্যমে নিজেদের নামে খতিয়ানভুক্ত করেন। ফ্ল্যাটটির ঠিকানা— ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১৩ ও ১১বি (নতুন), রোড নম্বর ৭১, গুলশান-২।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক) এবং ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার অনুসন্ধানে দুদক সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন মামলার বাদী মনিরুল ইসলাম। কমিটির বাকি সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি চার্জশিট জমা দেয় দুদক। আদালত চার্জশিটগুলো আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ইউ

শেওড়াপাড়ায় তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক

চিত্রশিল্পীর বাড়িতে আগুন এবং কবির বাড়ি ভেঙে ফেলায় ঘটনায় এমএসএফ’র নিন্দা

বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

‘সমতাভিত্তিক সমাজ গঠনে গবেষণা অপরিহার্য’

নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান 

ইতিহাস কখনো মোছা যায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

সৌদি রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইলের অভিযোগে মডেল মেঘনা গ্রেপ্তার

হজযাত্রীদের জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার ও বিশেষ অ্যাপ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি: জনস্বার্থে দ্রুত পদক্ষেপ দরকার

পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ  

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

এসবি পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

ঐকমত্য তৈরিতে আলোচনা চালাচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ