ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৭ এপ্রিল ২০২৫

English

জাতীয়

পাঁচ বছর সরকারে থাকার কথা জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:০৩, ১৫ এপ্রিল ২০২৫

পাঁচ বছর সরকারে থাকার কথা জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, বরং এটি জনগণের বক্তব্য। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।"

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কেবল ছোটদের নয়, বড়রাও আইনের আওতায় আসছে। তিনি বলেন, ‘আমরা রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। তবে তারা জালে না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারি না। যে আসছে, তাকেই ধরা হচ্ছে। কিন্তু কেউ যদি ধরা পড়ার পরও ছাড়া পায়, তাহলে সমালোচনা করা যেতে পারে।’

সাংবাদিকরা কিশোরগঞ্জে তার এক বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তো বলিনি, এটা জনগণ বলেছে। আমি কিছু বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।’

থানায় কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগের বিষয়ে উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন, ‘পুলিশ অভিযোগ নেয় না—এ অভিযোগ অনেক পুরোনো। আমরা দুটি সেবা, জেনারেল ডায়েরি (জিডি) ও এফআইআর, অনলাইনে চালু করতে যাচ্ছি। শুরুর দিকে দুটি জেলায় এটি চালু হবে। পরে সারাদেশে বিস্তৃত করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের নতুন ইউনিফর্ম ও লোগো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

তবে চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর নজরদারির আশ্বাস দেন।

ইউ

শেওড়াপাড়ায় তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক

চিত্রশিল্পীর বাড়িতে আগুন এবং কবির বাড়ি ভেঙে ফেলায় ঘটনায় এমএসএফ’র নিন্দা

বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

‘সমতাভিত্তিক সমাজ গঠনে গবেষণা অপরিহার্য’

নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান 

ইতিহাস কখনো মোছা যায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

সৌদি রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইলের অভিযোগে মডেল মেঘনা গ্রেপ্তার

হজযাত্রীদের জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার ও বিশেষ অ্যাপ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি: জনস্বার্থে দ্রুত পদক্ষেপ দরকার

পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ  

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

এসবি পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

ঐকমত্য তৈরিতে আলোচনা চালাচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ