
সংগৃহীত ছবি
দ্বন্দ্ব ভুলে ভ্রান্তি কাটিয়ে শুভ বার্তা আনার প্রত্যয় নিয়ে চৈত্র সংক্রান্তি উদযাপন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় সত্যেন সেন চত্বর (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) উদীচী আয়োজন করে "লোক গানের আসর"।
আসরের শুরুতে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রখ্যাত বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতি।
এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এবারের আয়োজনে বাংলার লোক সঙ্গীতের বিভিন্ন ধারার পরিচায়ক পরিবেশনা নিয়ে মঞ্চে ছিলেন উদীচী কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং বিভিন্ন শাখা সংসদের শিল্পীরা। ছিল গান, আবৃত্তি, নৃত্যসহ নানা ধরনের পরিবেশনা।
এ পর্বের শুরুতে তিনটি দলীয় গান পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। এছাড়া, একক সঙ্গীত পরিবেশন করেন তৌহিদা স্বাধীন, সমীর সরকার, হীরক রাজা, জয়া সেনগুপ্তা, সরস্বতী সরকার, কল্পনা খান, অরুণিমা আহমেদ প্রথমা, অনুপম হালদার, রাইদা বিনতে লগ্না এবং সাইদুর রহমান বয়াতি। পুঁথি পাঠ করেন তুষার চন্দন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন শিখা সেনগুপ্তা ও শুদ্ধস্বত্ত্ব দে। একক আবৃত্তি নিয়ে ছিলেন সৈয়দা রত্না। এছাড়া, লোক নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী রাইহা।
এছাড়া, বাংলা বর্ষবরণ উৎসবের অন্যতম অনুষঙ্গ ছায়ানটের প্রভাতী আয়োজনে সহযোগিতা করবে উদীচী। পহেলা বৈশাখে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ছায়ানটের প্রভাতী আয়োজন সফল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন উদীচীর শিল্পী-কর্মী-সংগঠকরা।
//এল//