
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত যুবককে চিহ্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাবির আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সূর্যসেন হলের আবাসিক।
প্রক্টরের ভাষ্যমতে, রাকিব আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে গত পাঁচ আগস্টের পর থেকে তিনি সংগঠনটির সঙ্গে আর সক্রিয় নন।
শনিবার (১২ এপ্রিল) ভোররাতে, আনুমানিক ৪টা ৪৪ মিনিটে, রাকিব মুখে মাস্ক পরে চারুকলা অনুষদের গেট লাগোয়া দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় গেটে কোনো নিরাপত্তা প্রহরী উপস্থিত ছিল না।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাকিব প্রথমে মোটিফের কাছে গিয়ে তাতে আগুন দেয় এবং কিছুক্ষণ পর আগুনটি উসকে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরে দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যায়। পুরো ঘটনা ঘটতে সময় লাগে মাত্র সাড়ে তিন মিনিট।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পহেলা বৈশাখের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনা।
ইউ