ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৫ এপ্রিল ২০২৫

English

জাতীয়

‘মঙ্গল শোভাযাত্রা’ নাম বদলের প্রতিবাদে চারুকলার শিক্ষার্থীদের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ১৩ এপ্রিল ২০২৫

‘মঙ্গল শোভাযাত্রা’ নাম বদলের প্রতিবাদে চারুকলার শিক্ষার্থীদের

ছবি সংগৃহীত

ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কর্তৃপক্ষ একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।

রবিবার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের অবস্থান স্পষ্ট করেন। বিভিন্ন ব্যাচের বহু শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী জাহারা নাজিফা বলেন, ‘ঐতিহ্যগতভাবে মঙ্গল শোভাযাত্রা চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে আয়োজিত হয়। এরইমধ্যে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। এবারও বৈশাখ শেকলমুক্ত নয়। আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত সমর্থন করি না। এটি নেয়া হয়েছে আমাদের মতামত ছাড়াই।’

তিনি আরো বলেন, ‘১৯৮৯ সাল থেকে আমরা এ শোভাযাত্রা আয়োজন করে আসছি। এটি শুধু উৎসব নয়, সাংস্কৃতিক প্রতিরোধের একটি প্রতীক। এখন এই আয়োজনের ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ হচ্ছে, আমরা এর বিরোধিতা করছি।’

শিক্ষার্থীরা একইসঙ্গে শোভাযাত্রার প্রস্তুতির সময় চারুকলায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দুটি মোটিফের ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি জানান। তারা জানান, ফ্যাসিস্ট চরিত্রের একটি প্রতিকৃতি এবং আরও একটি মোটিফ রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে মাস্ক পরা এক যুবককে আগুন দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

এর আগে ১১ এপ্রিল  (শুক্রবার) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এক সংবাদ সম্মেলনে জানান, এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা’। তার ভাষায়, এবারের আয়োজন হবে ‘একপেশে সাংস্কৃতিক চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চার’ অংশ।

তবে শিক্ষার্থীরা বলছেন, ‘মঙ্গল’ শব্দটি শুধু ধর্মীয় নয়, এটি শুভ, মানবিক এবং প্রতিরোধী চেতনার প্রতীক—যার মাধ্যমেই বৈশাখ বরণ হয়ে ওঠে জনগণের সম্পৃক্ত একটি আন্দোলন।

উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রা’কে “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” হিসেবে স্বীকৃতি দেয়। সেই সাংস্কৃতিক ঐতিহ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে অনেকেই দেখছেন রাজনৈতিক ও মতাদর্শিক প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে।

ইউ

নববর্ষ উপলক্ষে  শার্শায় আনন্দ শোভাযাত্রা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

এই বৈশাখ নতুন দিগন্ত নিয়ে আসবে: মির্জা ফখরুল

বাংলা একাডেমিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা

কনসার্ট ও ড্রোন শো, র‌্যাবের চার স্তরের নিরাপত্তা

পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্র

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

কুমারী জলে বাল্যস্মৃতির মায়া ও প্রেমের প্রতিচ্ছবি

বায়ুদূষণরোধে মাতুয়াইল ও আমিনবাজারে অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

দিনটা তোমাদের মতোই উজ্জ্বল, রঙিন আর প্রাণবন্ত

থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

সন্ধ্যায় ঢাকার আকাশে ঝলমলে ড্রোন শো, কনসার্ট

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, শুল্ক ছাড়ে স্বস্তি

বাবা-মাকে খুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার কিশোর

দেশের প্রধান দাবি এখন ভোটাধিকার ফিরে পাওয়া: রিজভী