ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১৩ এপ্রিল ২০২৫

English

জাতীয়

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ১২ এপ্রিল ২০২৫

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ছবি সংগৃহীত

রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, নিরাপত্তা, ও প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ৭ এপ্রিল, রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে বৈঠকে বসেন জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা, রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ সামরিক মহড়া বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়।

পরদিন ৮ এপ্রিল, রাশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। সেখানে সামরিক প্রশিক্ষণ, প্রশিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা হয়।

রাশিয়া সফরের অংশ হিসেবে, জেনারেল ওয়াকার-উজ-জামান রুশ রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন। আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা এবং নির্ধারিত সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

এছাড়া তিনি রুশ প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘রোস্টেক’ এবং ‘রোজোবোরন এক্সপোর্ট’-এর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এইসব বৈঠকে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয় উঠে আসে।

রাশিয়া সফর শেষে, ১০ এপ্রিল সেনাপ্রধান ক্রোয়েশিয়ায় পৌঁছান। সেখানে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয়ের মধ্যে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, যৌথ সামরিক মহড়া, ও সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৬ এপ্রিল রাশিয়া সফরে রওনা হন। এরপর রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন।

ইউ

বসুন্ধরা সিটি শপিং মলে বৈশাখী মেলা

গাজীপুর সিটি কর্পোরেশনকে ধূমপানমুক্ত করতে আদেশ জারি

কানাডার টরেন্টোতে "কাকতালীয় স্পর্শ’ র প্রকাশনা উৎসব

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ড.ইউনুস

‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হবে

প্রস্তুত রমনা বটমূল, গান-কবিতায় হবে বর্ষবরণ

‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর জন্য উদ্যোগ নিচ্ছে সরকার’

নয়া কৃষির প্রচলন নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাজনীতি নয়, শিল্পেই নিজের পরিচয় খুঁজে পান নগরবাউল জেমস

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকলে বিদেশিদের বাধ্যতামূলক নথিভুক্তির নির্দেশ

ঢাবি চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন, চিহ্নিত ১

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ

মাদরাসা ছাত্রীদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় এমজেএফ’র নিন্দা

‘গাজার যুদ্ধ থামাতে হলে প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বকে জাগতে হবে’