ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১৩ এপ্রিল ২০২৫

English

জাতীয়

​​​​​​​আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার আশঙ্কা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২২, ১২ এপ্রিল ২০২৫

​​​​​​​আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার আশঙ্কা

ছবি সংগৃহীত

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে লোডশেডিং বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি ৮ এপ্রিল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দ্বিতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সঞ্চালন ও উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা পিজিসিবি এবং পিডিবির সূত্র জানায়, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় একটি ইউনিট চালুর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলেও ৮ এপ্রিলের পর থেকে সরবরাহ নেমে আসে ৭৫০ মেগাওয়াটে। এখন সেই সরবরাহও সম্পূর্ণ বন্ধ।

পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং প্রথম ইউনিটটি চালু করার চেষ্টা করছে আদানি। পাশাপাশি ঘাটতি মোকাবেলায় দেশে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন বাড়ানো হচ্ছে এবং পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চাওয়া হয়েছে।

শনিবার ছুটির দিন হওয়ায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকলেও দুপুর ১টা পর্যন্ত সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় ১৩,৫০০ মেগাওয়াট, যেখানে প্রায় ৩০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করে পিডিবি। গোড্ডায় নির্মিত ১,৬০০ মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর মেয়াদে বাংলাদেশে সরবরাহের চুক্তি রয়েছে। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে এবং দ্বিতীয় ইউনিট চালু হয় একই বছরের জুনে।

তবে আদানির সঙ্গে চুক্তিটি ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের একটি কমিটি চুক্তি পর্যালোচনার কাজ করছে।

ইউ

বসুন্ধরা সিটি শপিং মলে বৈশাখী মেলা

গাজীপুর সিটি কর্পোরেশনকে ধূমপানমুক্ত করতে আদেশ জারি

কানাডার টরেন্টোতে "কাকতালীয় স্পর্শ’ র প্রকাশনা উৎসব

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ড.ইউনুস

‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হবে

প্রস্তুত রমনা বটমূল, গান-কবিতায় হবে বর্ষবরণ

‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর জন্য উদ্যোগ নিচ্ছে সরকার’

নয়া কৃষির প্রচলন নিয়ে যা বললেন উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাজনীতি নয়, শিল্পেই নিজের পরিচয় খুঁজে পান নগরবাউল জেমস

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকলে বিদেশিদের বাধ্যতামূলক নথিভুক্তির নির্দেশ

ঢাবি চারুকলায় শোভাযাত্রার মোটিফে আগুন, চিহ্নিত ১

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ

মাদরাসা ছাত্রীদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় এমজেএফ’র নিন্দা

‘গাজার যুদ্ধ থামাতে হলে প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বকে জাগতে হবে’