
ছবি সংগৃহীত
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।
শনিবার (১২ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই গণজমায়েত।
সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ দলে দলে এসে জড়ো হন উদ্যানে। কাওরান বাজার, বাংলামোটর, কাকরাইল মোড়সহ নানা স্থান থেকে বাস, ট্রাক, মোটরসাইকেল ও পায়ে হেঁটে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে আসেন। অনেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। কেউ কেউ কালেমা খচিত ফিতা পরে অংশ নেন মিছিলে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক—“ফিলিস্তিনের মুক্তি চাই”, “ইসরায়েলের বর্বরতা বন্ধ করো”, “জাতিসংঘ জবাব দাও”।
সমাবেশে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ। এছাড়াও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা, এনসিপি, বাংলাদেশ লেবার পার্টি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক।
আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানিয়েছে, সমাবেশ থেকে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণা পাঠ করা হবে এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচি।
আয়োজকদের দাবি, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণজাগরণ তৈরি করতেই এ উদ্যোগ। তারা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের জনগণের অবস্থান আরও জোরালোভাবে পৌঁছে যাবে।
ইউ