
ছবি সংগৃহীত
ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামক একটি প্ল্যাটফর্মের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই ঢাকাবাসীসহ দেশজুড়ের মানুষ ঢল নামিয়েছেন ঐতিহাসিক এ ময়দানে।
দুপুর গড়াতেই দেখা যায়, রাজধানীর প্রায় সব পথ যেন এসে মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে। পল্টন, গুলিস্তান, দোয়েল চত্বর, শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, টিএসসি, বকশীবাজার, নীলক্ষেতসহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আকারে মানুষ সমবেত হচ্ছেন সমাবেশস্থলে। হাতে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, সঙ্গে নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড।
সমাবেশের মূল মঞ্চ থেকে আজ বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণা পাঠ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এরপর অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া ও মোনাজাত। আয়োজকদের প্রত্যাশা, কয়েক লাখ মানুষের অংশগ্রহণে আজকের এই আয়োজন রূপ নেবে এক ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশে।
এই কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও বিভিন্ন ইসলামি বক্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দিতে চান যে, ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এবং নিরীহ মানুষের ওপর বর্বরতা বন্ধে তারা সোচ্চার।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে চলা এই আয়োজনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নেওয়া হয়েছে নিরাপত্তার কঠোর ব্যবস্থা।
ইউ