
সংগৃহীত ছবি
আজ ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় অফিসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, জুলহাসনাইন বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ডা. জাফর উল্লাহ চৌধুরী শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর। স্বাস্থ্য খাতকে ব্যবসায়িক মুনাফার জায়গা না বানিয়ে জনগণের অধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করেছেন।
জোনায়েদ সাকি আরও বলেন, ডা. জাফর উল্লাহ চৌধুরী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কখনো আপস করেননি। দুঃসময়েও তিনি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়তার সাথে অবস্থান নিয়েছিলেন।
বাচ্চু ভূঁইয়া বলেন, ডা. জাফর উল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি যুদ্ধের সময় ফিল্ড হাসপাতাল স্থাপন করে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করেছিলেন। তার অবদান আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয়।"
জুলহাসনাইন বাবু বলেন, "আমরা ডা. জাফর উল্লাহ চৌধুরীর স্বপ্ন, সংগ্রাম এবং আদর্শকে লালন করে এগিয়ে চলবো। দেশের জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে তাঁর দেখানো পথই আমাদের পথ।"
গণসংহতি আন্দোলন দৃঢ়ভাবে বিশ্বাস করে, ডা. জাফর উল্লাহ চৌধুরীর জীবন, সংগ্রাম ও আদর্শ বাংলাদেশের গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
//এল//