ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১৮ এপ্রিল ২০২৫

English

জাতীয়

‘স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে’

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ৯ এপ্রিল ২০২৫

‘স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে’

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে যদি দীর্ঘমেয়াদি সংস্কার চাওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি এবং আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্নির্ধারণ।’

বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের দিকনির্দেশনা দেখে সন্তুষ্ট।’

এ সময়, প্রধান উপদেষ্টা সরকারি স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করে বলেন, ‘আমাদের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর, এবং এখানে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি স্বাস্থ্য খাতে দক্ষ জনবল ঘাটতির কথা উল্লেখ করে জানান, "বর্তমানে আমাদের দেশে নার্সের ঘাটতি রয়েছে, তবে নার্সিং শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক চাহিদা। আমরা এমনভাবে নার্সদের প্রশিক্ষণ দিতে চাই যেন তারা বিশ্বব্যাপী অবদান রাখতে পারে।’

ড. ইউনূস আরো বলেন, ‘আরেকটি সম্ভাবনাময় খাত হলো ওষুধ শিল্প। আমরা চাই ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেয়ার জন্য যুক্তরাজ্য সোচ্চার ভূমিকা পালন করুক, যাতে সব দেশ সামাজিক ব্যবসার মডেলে স্বল্প খরচে উৎপাদন করতে পারে।’ তিনি শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা ও বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বস্ত্র খাত আধুনিকায়ন এবং প্রতিরক্ষা ও বিমান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যুক্তরাজ্যের সহযোগিতাকে স্বাগত জানাই।’

নারীর সমঅধিকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সবসময় নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিই। নারী ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে।’

ব্যারোনেস উইন্টারটন চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা জানান। বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

ইউ

শেওড়াপাড়ায় তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক

চিত্রশিল্পীর বাড়িতে আগুন এবং কবির বাড়ি ভেঙে ফেলায় ঘটনায় এমএসএফ’র নিন্দা

বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

‘সমতাভিত্তিক সমাজ গঠনে গবেষণা অপরিহার্য’

নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান 

ইতিহাস কখনো মোছা যায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

সৌদি রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইলের অভিযোগে মডেল মেঘনা গ্রেপ্তার

হজযাত্রীদের জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার ও বিশেষ অ্যাপ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি: জনস্বার্থে দ্রুত পদক্ষেপ দরকার

পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ  

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

এসবি পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

ঐকমত্য তৈরিতে আলোচনা চালাচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ