ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৭ এপ্রিল ২০২৫

English

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা

তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:২২, ৮ এপ্রিল ২০২৫

তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়, তবে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেলা ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে আনা হয় এবং দুপুর ২টা ৩৫ মিনিটে এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন, অপরদিকে তুরিন আফরোজ নিজেই আদালতে তার পক্ষে বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এদিকে, উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান খান আদালতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তুরিন আফরোজকে গ্রেপ্তার করে।

এছাড়া, জানা যায় যে, ২০১৮ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। মামলার ৩০ নম্বর আসামি হিসেবে তুরিন আফরোজের নাম রয়েছে।

ইউ

আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট

মোরেলঞ্জে পৌর বিএনপির  নির্বাচনে সভাপতি ফরিদ, সম্পাদক মিলন 

দাম বেড়ে ফের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

এ রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

ভারতে সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মামলা

কবি রফিক আজাদের বাড়ির একাংশ ভেঙে ফেলার ঘটনায় যা  জানা গেল

 ভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের প্রাণহানি

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

শিশুদের মাঝে সহিংসতার বিস্তার, নতুন করে ভাবার সময় এসেছে

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুদক

সরকারি প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগের নীতিমালা

ইসলামী ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান