ঢাকা, বাংলাদেশ

রোববার, , ০৬ এপ্রিল ২০২৫

English

জাতীয়

স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ৫ এপ্রিল ২০২৫

স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতি

ছবি সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে, যা বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়তা করবে।

শনিবার (৫ এপ্রিল) সকালে রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান বিচারপতি আরও বলেন, ‘বচার বিভাগ রাষ্ট্রের একমাত্র অঙ্গ, যা বহু দশক ধরে অভ্যন্তরীণ সংস্কারে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। গত আট মাসে বিচার বিভাগ সংস্কারে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘বিচার বিভাগের ক্ষমতার পূর্ণ পৃথকীকরণ লক্ষ্যের এতটা কাছাকাছি কখনো আসেনি।’

প্রধান বিচারপতি সতর্ক করেন যে, ‘যদি এই সুযোগ নষ্ট করা হয়, তবে তাতে বিচার বিভাগের মর্যাদা এবং অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং বলেন, ‘স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের ভবিষ্যৎ ও স্বাধিকার সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ, এবং শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টিফান লিলার। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, সেমিনারে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং শ্রম আদালতে কর্মরত বিভিন্ন বিচার বিভাগীয় কর্মকর্তা, রংপুরের বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক, কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সরকারি কৌশুলি, পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য আইনজীবীরাও সেমিনারে অংশগ্রহণ করেন।

ইউ

গাজায় ইসরাইলি হামলা: বিশ্বনেতাদের উদ্দেশে জয়ার প্রশ্ন

পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন

বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা: দুদক

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী কারাগারে

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র 

ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে দুটি চিঠি পাঠাবে সরকার

ভারতে মুসলিম ওয়াকফ বিল ২০২৫ পুনঃবিবেচনার দাবি বিএনপির

মার্চে রেকর্ড পরিমাণ প্রবাসী আয়

জ্যাকলিন ফার্নান্দেজের মা মারা গেছেন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অর্থনীতি স্থিতিশীল, আইএমএফের সন্তোষ প্রকাশ: অর্থ উপদেষ্টা

ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

উপদেষ্টা শারমীন এস মুরশিদের ঈদ শুভেচ্ছা বিনিময়

পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে