
ছবি: উইমেনআই২৪ ডটকম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১৬ বছরের কিশোর শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা-মায়ের সাথে সাক্ষাৎ এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
২ এপ্রিল (বুধবার) রাজধানীর গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান আনাসের বাসায় গিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ তাদের খোঁজখবর নেন। তার ছোট ছোট দুই ভাইকে মাথায় হাত বুলিয়ে আদর করেন। শহীদ আনাসের বাবা-মা উপদেষ্টাকে আনাসের আন্দোলনে যাওয়ার কথা ব্যক্ত করেন। শহীদ সন্তানের স্মৃতিচারণ করতে ভারাক্রান্ত হয়ে পড়েন। আনাস একটি চিঠি লিখে তার ঘুমন্ত মায়ের পাশে রেখে ঘর থেকে বের হয়েছিল আন্দোলনে অংশ নেওয়ার জন্য।
উপদেষ্টা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, জুলাই- আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এ সরকার তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মত সম্মানিত করবো এবং তাদের কবরস্থান পাকা করার ব্যবস্থা করা হবে।
শহীদ আনাসের পরিবারকে সাহায্য সহযোগিতা দিয়ে সম্মানিত করায় তার বাবা- মা এ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।
ইউ