
ছবি সংগৃহীত
ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে গেছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। গত দুই দিনে ঢাকা ছেড়েছেন এই বিপুল সংখ্যক মানুষ, যার মধ্যে শুক্রবার (২৮ মার্চ) ১৮ লাখ ৯৯ হাজারেরও বেশি এবং শনিবার (২৯ মার্চ) ২১ লাখ ৯৫ হাজার মানুষ রাজধানী ছেড়ে চলে যান।
এই তথ্য রবিবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ এবং তাদের পরিবারের সদস্যরা, যা শহরের জনসংখ্যার চাপ কিছুটা কমিয়েছে।
প্রতিবছরের মতো এবছরও ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরার এ প্রবণতা দেখা যায়, এবং এটি দেশের সড়ক, রেলপথ ও বিমানযাত্রা নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
ইউ