ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০১ এপ্রিল ২০২৫

English

জাতীয়

চীনের বিনিয়োগে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ মার্চ ২০২৫

চীনের বিনিয়োগে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে

ছবি সংগৃহীত

চীনের বিনিয়োগে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান রবিবার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য চীনের কাছে অনুরোধ জানানো হলে তারা তাতে সম্মতি জানিয়েছে। খুব শিগগিরই হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে।

প্রেস ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান আরও বলেন, প্রতিবছর হাজার হাজার রোগী প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান। এই প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, কেন দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে না। জবাবে ড. খলিলুর রহমান বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি চীনের কুনমিং শহর সফর করেন, সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার আলোচনা হয়। সে সময় বাংলাদেশের রোগীদের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সেখানে কয়েকটি হাসপাতাল চিহ্নিত করার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে চীন বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল নির্ধারণ করে।

ড. খলিলুর রহমান বলেন, তিনি নিজে সেই চারটি হাসপাতালের মধ্যে একটি, ফার্স্ট পিপলস হাসপাতাল পরিদর্শন করেছেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল সেখানে চিকিৎসা নিতে যায়। তিনি আরও জানান, চীনের কুনমিং শহরে বাংলাদেশ থেকে যেতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে এবং হাসপাতালের চিকিৎসা মান এবং পরিবেশ অত্যন্ত ভালো।

তিনি বলেন, শুধু চীনের হাসপাতালের চিকিৎসা নয়, বাংলাদেশে অত্যন্ত উচ্চমানের হাসপাতাল প্রয়োজন, এবং সে কারণেই চীনের কাছে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের অনুরোধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ইউ

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: উপদেষ্টা মাহফুজ

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’

স্পেনের আলিকান্তে শহরে প্রবাসীদের ঈদ উৎসব

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২,৭১৯ জনে পৌঁছেছে

ঈদে খুশি ভাগাভাগি: সামর্থ্যবানদের দায়িত্ব ও সম্পর্কের গভীরতা

পৃথিবীতে ফেরার ১৩ দিন পর মুখ খুললেন সুনিতা ও বুচ

একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন পন্থা বের করছে: আমীর খসরু

মাদারীপুরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবকের প্রাণহানি

মিয়ানমারে গেলো ১৫ টন ত্রাণসহ চিকিৎসক দল

জুলাই অভ্যুত্থানে নারীদের মার্কিন সম্মানজনক পুরস্কার

যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়

মার্চে নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: এমএসএফ

ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে তুমুল আলোচনা

ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে