ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ৩১ মার্চ ২০২৫

English

জাতীয়

রাজধানীতে বাস উল্টে ৭ নারী আহত

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৩৯, ২৮ মার্চ ২০২৫

রাজধানীতে বাস উল্টে ৭ নারী আহত

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের আনা নেয়া করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে সাত নারীশ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে নেভি হেডকোয়ারটার ও আর্মি স্টেডিয়ামের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়।

আহতেরা হলেন—রাশেদা বেগম (২৮), মাইনোর খাতুন (৩৫), লাকি আক্তার (৩৫), পারভিন (৩৪), নিলুফা ইয়াসমিন (৩০), হুসনেআরা (৩৫) ও রাশেদা আক্তার (৩১)। আহতেরা সকলেই অ্যাপারেল লিমিটেড গার্মেন্টস শ্রমিক।

গার্মেন্টেসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফয়সাল আহমেদ ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে আমাদের একটি স্টাফবাসে অন্তত ৩০ জন নারী শ্রমিক পূর্বাচলের কালিগঞ্জ নগর ইউনিয়নের গার্মেন্টসে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে নেভি হেডকোয়ারটার ও আর্মি স্টেডিয়ামের মাঝামাঝি স্থানে আমাদের স্টাফ বাসটি ইউটার্ন নেয়ার সময় উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছে আবার কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সাতজন বেশি আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

ফয়সাল আহমেদ বলেন, ‘আহতদের মধ্যে অনেকের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। ঢামেক থেকে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে অ্যাপারেল গার্মেন্টসের সাত নারী শ্রমিককে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকে হাত ও পায়ে আঘাত পেয়েছে এবং মাথা ফেটে গেছে। তাঁদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।’

//এল//

আনন্দগণ পরিবেশে স্পেনে ঈদুল ফিতর উদযাপিত

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

দেশবাসীকে উপদেষ্টা শারমীন মুরশিদের শুভেচ্ছা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

পৃথিবীর বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন: সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্য

ঈদ উদযাপনে বাংলাদেশ: সময়ের সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট

ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঈদ বস্ত্র বিতরণ

চাঁদ দেখা গেছে, সোমবার ঈদুল ফিতর

ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ সিমধারী

মিয়ানমারে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৩০ ঘণ্টা পর নারী উদ্ধার

ভূমিকম্পে পুলের পানিতে ভাসছিল যুগল, ভয়াবহ পরিস্থিতিতে প্রাণরক্ষা

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফখরুলের মন্তব্য

আল-আকসায় ঈদের নামাজ পড়লেন ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি

চীনের বিনিয়োগে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে