
ফাইল ছবি
রাজধানীর ডিয়াবাড়ী এলাকা থেকে হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) মো. আহসান উল্লাহর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৩ মার্চ (রবিবার) নিখোঁজ হওয়ার একদিন পর (সোমবার) দুপুর ১২টার দিকে ডিয়াবাড়ী ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়ক থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়েছে।
ইউ