ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৯ মার্চ ২০২৫

English

জাতীয়

‘রক্ত দিয়েছে, স্বপ্নভঙ্গের শিকারও হয়েছে’

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২৬ মার্চ ২০২৫

‘রক্ত দিয়েছে, স্বপ্নভঙ্গের শিকারও হয়েছে’

ফাইল ছবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্নে সুদীর্ঘকাল লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, স্বপ্নভঙ্গের শিকারও হয়েছে। যে বিপুল জনগোষ্ঠী একাত্তরে গণহত্যার শিকার হয়েছেন তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বদেশে আমরা স্বাধীনতাকে অর্থবহ এবং সমষ্টি মানুষের জন্য কল্যাণকর হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি কীনা সেটাই আজকের দিনের বড় প্রশ্ন। 

২৫ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩টায় বাংলা একাডেমির একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস স্মরণে সেমিনারে সভাপতির বক্তব্যে  বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল  কাসেম ফজলুল হক একথা বলেন ।

 স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘গণহত্যা, অস্বীকারের প্রবণতা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসর’ প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক সহুল আহমেদ। আলোচক  ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং গবেষক ও লেখক সারোয়ার তুষার। 

বিকাল সাড়ে ৫টায় মুক্তিযুদ্ধের শহিদ স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ব্যক্তির স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, নিজের অস্তিত্বকে অন্যের বশ্যতা থেকে মুক্ত করার স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় স্বাধীনতার বোধও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ১৯৭১ পূর্বকালে এ অঞ্চলের মানুষ সুদীর্ঘকাল রাজনৈতিক আলোচনা, মীমাংসা ইত্যাদি চালিয়েছে তবে ৭১—এর পঁচিশে মার্চ এ সব কিছু ছাপিয়ে সর্বাত্মক স্বাধীনতা অর্জনের প্রশ্নই বড় হয়ে উঠেছে। 

 সহুল আহমেদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যে জেনোসাইড সংঘটিত হয়েছে, তার নানা দিক নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। পঁচিশে মার্চ গণহত্যা দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস- এটা অর্থবহ। পঁচিশে মার্চ রাতে পরিকল্পিতভাবে জেনোসাইডাল ক্যাম্পেইন শুরু করা হচ্ছে এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা আসছে, ধীরে ধীরে সশস্ত্র সংগ্রাম গড়ে উঠছে, যার চূড়ান্ত পরিণতি ঘটেছে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের মাধ্যমে। গণহত্যাকে প্রতিরোধ করতে গিয়ে এক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদাহরণ পৃথিবীতে কমই আছে। তিনি বলেন, গণহত্যা বা এই ধরেনর অস্বীকার ঠেকানোর জন্য সবার আগে দরকার বিচার, বা ইনসাফ। অন্যদেক আমরা দেখেছি, মুক্তিযুদ্ধকালীন গণহত্যার বিচারের দাবি দানা বাঁধতে বাঁধতে অনেক পথঘাট পেরিয়ে ইনসাফকে প্রতিশোধপরায়ণ রাজনীতিতে পর্যবসিত করেছিল। চব্বিশের গণ—অভ্যুত্থান এবং এর অস্বীকারের প্রবণতা একই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। আমাদের অতীত শিক্ষা দিচ্ছে যা, অস্বীকারের প্রবণতা এবং তৎপরতার ঝুঁকি এড়ানোর প্রধান উপায় হচ্ছে ইনসাফ কায়েম করা। 

আলোচকদ্বয় বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের অধিকার ও ন্যায্যতার হিস্যা বুঝে নেয়ার লড়াই।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পক্ষপাতের পঙ্ক থেকে মুক্ত করতে হবে। একাত্তর যে ন্যায়পর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছিল আমাদের আজ সেই কথা বলতে হবে। তারা বলেন, ১৯৭১ থেকে ২০২৪- গণহত্যার পক্ষগুলো সবসময় আমাদের জাতিগত অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিয়েছে, মানুষের মনে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের পরিপূর্ণ স্বপ্নের বাস্তবায়নে বাংলাদেশের আপামর মানুষকে একতাবদ্ধ হয়ে লাখো শহিদের স্বপ্নকে সফল করতে হবে।  

আগামীকাল বুধবার ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল ৮টা বাংলা একাডেমির পক্ষ থেকে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

ইউ

স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ইফতার 

সত্যেন সেনের ১১৮তম জন্মবার্ষিকীতে দুর্গম পথে দুর্দম গতিতে চলার প্

 নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্র খুন: পুলিশ

আজকের শিশুরা পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে: শারমীন এস মুরশিদ

ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা, চাচা আটক

ছুটিতে ভরসা ডিজিটাল ব্যাংকিং

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন তিন ভাইয়ের প্রাণহানি

বৈষম্যবিরোধীরা কার নির্দেশে গণপরিষদ চায়, প্রশ্ন রিজভীর

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি সহস্রাধিক

অসহায় সেজে ৪ শিশু নিয়ে উধাও নারী, অবশেষে গ্রেপ্তার

ঈদে আসছে ছয় সিনেমা

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপের দাবিতে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব

ময়মনসিংহে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি

মুরগি এবং মসলার দর চড়া