
ফাইল ছবি
ঈদযাত্রায় সড়কে চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিবছর ঈদে ঢাকা থেকে এক কোটির বেশি মানুষ বাড়ি ফিরেন, আর প্রায় ৩০ লাখ মানুষ ঢাকা শহরে প্রবেশ করেন। এ বিপুল সংখ্যক মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ডিএমপি বিশেষ ব্যবস্থা নিয়েছে।
২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত কিছু সড়কে যাত্রীবাহী বাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এসব সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা-আরিচা, ঢাকা-কেরানীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং কিছু গুরুত্বপূর্ণ সড়ক অন্তর্ভুক্ত।
এছাড়া, ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে, তবে জরুরি প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
ডিএমপি আরও জানিয়েছে যে, আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক একমুখী করা হবে এবং বিআরটি লেনে শুধুমাত্র ঢাকা থেকে বাহন বের হবে। ঢাকার বাইরের কোনো যানবাহন এই সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে না।
এ নির্দেশনাগুলি কার্যকর হলে, ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
ইউ