ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৯ মার্চ ২০২৫

English

জাতীয়

গার্মেন্টস কর্মচারীর মৃত্যুতে ক্ষোভ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ২৪ মার্চ ২০২৫

গার্মেন্টস কর্মচারীর মৃত্যুতে ক্ষোভ

ফাইল ছবি

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস কর্মচারীর মৃত্যুতে ক্ষোভ এবং  শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, কৃষকের পণ্যের ন্যায্যদাম নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

সোমবার (২৪ মার্চ) গণতান্ত্রিক অধিকার কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের ন্যুনতম বকেয়া মজুরি ও কারখানা খোলার দাবিতে বারবার রাজপথে নেমে আসতে হচ্ছে, কিন্তু তাদের এসব দাবি দাওয়া সমাধানে সরকার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেনা।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা জানতে পেরেছি যে, গত ৫ দিন ধরে স্টাইল ক্রাফটস লিমিটেডের ২৫০ শ্রমিক ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলো তাদের ১৪ মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে। আন্দোলনরত অবস্থায় ওই কোম্পানির সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার রাম প্রসাদ সিং জনি স্ট্রোক করেন এবং মৃত্যুবরণ করেন। রবিবার (২৩ মার্চ) সকাল থেকে টিএনজেড গ্রুপের আ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের প্রায় ৭০০ জন শ্রমিক ৩ মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান করেছে। এর আগেও এই গ্রুপের শ্রমিকরা শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও কোন সুরাহা হয়নি। এছাড়াও সিলেটের  কালাগুল, বুরজান, ছড়াগানসহ  চারটি চা-বাগানের শ্রমিকেরা ১৪ সপ্তাহ ধরে মজুরি এবং ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছেন না। গত সপ্তাহে আমরা এও দেখেছি যে, আলুচাষীদের উপর নিপীড়ন করে কোল্ড স্টোরেজ মালিকরা রাতারাতি প্রতি কেজি আলুর ভাড়া দ্বিগুণ করে ৮ টাকা নির্ধারণ করেছে। আলুর ফলন চাহিদার চাইতে বেশি হলেও, কোল্ড স্টোরেজে আলু রাখতে পারছেন না কৃষকরা বরং উৎপাদন খরচের চাইতেও অনেক কম দামে আলু বিক্রি করতে হচ্ছে সিন্ডিকেটের কাছে যা তাদের জীবনকে অনিশ্চিত করে তুলেছে। টমেটো ও পেয়াঁজচাষীদের ক্ষেত্রে একই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। 

পোশাক শ্রমিক-চা শ্রমিক- আলু, টমেটো, পেঁয়াজ চাষিসহ এই মেহনতি মানুষদের যে চরম অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্য দিয়ে যেতে হচ্ছে তা কোনোভাবেই গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অথচ সংশ্লিষ্ট শ্রম ও কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দেখছি নির্লিপ্ততা। 

‘আমরা মনে করি, বকেয়া মজুরির দাবি করতে গিয়ে কর্মচারীর মৃত্যুর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এরকম ঘটনার পুনরাবৃত্তি ও হয়রানি ঠেকাতে, দেশের সকল খাতের শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস  পরিশোধ এবং কৃষকদের চলতি সমস্যা সমাধানে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেবার জন্য আমরা  অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

 

ইউ

নাড়ির টানে ছুটছেন নগরবাসী, ফাঁকা হচ্ছে ঢাকা

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

বিদেশি লিগে খেলবেন আরও চার নারী ফুটবলার

আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না

আজ চাঁদ উঠলে সৌদি আরবে রোববার ঈদ

পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন অধ্যাপক ইউনূস

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ৬৯৪

সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

বাসায় ফিরেছেন তামিম

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ 

সত্যেন সেন-এর ১১৮তম জন্মবার্ষিকী

মিয়ানমারে বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত

ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা