
ছবি: উইমেনআই২৪ ডটকম
জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এনজিআই নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এনজিআই নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয় প্রেস ক্লাব।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অংশ নেন সভাপতি কবি হাসান হাফিজ, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, শাহনাজ পলি, নাবিল গ্রুপ অব ইন্ডাস্টিজের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপনের পক্ষে হেড অব এ্যাডমিন মেজর মো. পরামুদ্দিন হোসেন, নির্বাহী এডমিন সাইফুল কবির সালমন, জনসংযোগ কর্মকর্তা মো. বদরুদ্দোজা। ঈদ সামগ্রী সংগ্রহে সহযোগিতা করেছেন দ্য বাংলাদেশ টুডে এর বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেল।
কবি হাসান হাফিজ বলেন, জুলাই’র গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে নাবিল গ্রুপের সাথে আমরা কাজ করবো। সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো। এক্ষেত্রে সবারই ভূমিকা রয়েছে। নিজ নিজ ক্ষেত্র থেকে আমরা সবাই যেন সেই ভূমিকা পালন করি।
মেজর মো. পরামুদ্দিন হোসেন বলেন, জাতীয় প্রেস ক্লাব স্বাধীনতা লগ্ন থেকে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা আন্দোলন থেকে আজ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নে আপনারা যে ভূমিকা রাখছেন এজন্য আমরা সবসময় কৃতজ্ঞতা বোধ করি। জাতি আপনাদের কর্মকাণ্ড, বলিষ্ঠ ভূমিকা এবং প্রতিনিয়ত আপনাদের সংগ্রামের কথা স্মরণে রাখবে। নাবিল গ্রুপ বাংলাদেশে পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান। দেশ ও জনগণের জন্য আমরা আমাদের উৎপাদন কার্যক্রমকে চলমান রেখেছি। আমরা আপনাদের কাছ থেকে নাবিল গ্রুপ সম্পর্কিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আশা রাখি। কারণ আমাদের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন একজন তরুণ উদ্যোক্তা। তিনি মানুষ হিসেবেও অনেক মানবিক।
ইউ