ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২৩ মার্চ ২০২৫

English

জাতীয়

গাজায় শিশুসহ আরও ১৩০ জনকে হত্যা করেছে ইসরায়েল

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ২২ মার্চ ২০২৫

গাজায় শিশুসহ আরও ১৩০ জনকে হত্যা করেছে ইসরায়েল

ছবি সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের অব্যাহত হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৪৯,৭৪৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১,১৩,২১৩ জন আহত হয়েছেন। তবে, গাজার সরকারি গণমাধ্যম অফিসের মতে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের হিসাবসহ প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)-এর মুখপাত্র ওলগা চেরেভকো গাজার পরিস্থিতি ‘চরম সংকটপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হামলার ফলে মাত্র কয়েক দিনে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ ক্রসিংগুলো বন্ধ থাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট সৃষ্টি হয়েছে। চেরেভকো বলেন, "ইসরায়েলের নতুন হামলার পর মানবিক সংস্থাগুলোর পক্ষে কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।" তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান এবং বলেন, ‘এই পরিস্থিতি পরিবর্তন না হলে মানবতার ওপর একটি স্থায়ী কলঙ্ক রয়ে যাবে।’

এদিকে, লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে। তবে, লেবাননের ভূখণ্ডে দুইটি রকেট পড়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনার পর ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও, লেবানিজ গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে। আল-জাজিরা

ইউ

 বাড়ির পাশে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

একাত্তরের কালরাত স্মরণে মঙ্গলবার ‘ব্ল্যাকআউট’

মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) চেয়ারপারসন পারভীন মাহমুদ

ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ৩ জন দগ্ধ

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের ১৩ বছর কারাদণ্ড

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

বানারীপাড়ায় আলো ছড়াচ্ছে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’

নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করতে চায়: কাজী রওনাকুল ইসলাম টিপু

হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল: জয়শঙ্কর

ইফতারে ঘরে তৈরি করতে পারেন হালিম