
ছবি সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) চাকরি পাওয়ার জন্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহারে বলা হয়েছে, পুতুল ২০২৩ সালে নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণকারী হিসেবে দাবি করে ডব্লিউএইচওতে আবেদন করেন। পরবর্তীতে, তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়ে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্য মামলায়, পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ উঠেছে। দুদক জানায়, ব্যাংকগুলোর সিএসআর ফান্ড থেকে এই টাকা সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে আদায় করা হয়।
এছাড়া, পুতুলের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি পূর্বাচল নিউটাউনে অবৈধ প্লট অধিগ্রহণের অভিযোগও রয়েছে।
ইউ