ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৯ মার্চ ২০২৫

English

জাতীয়

আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২০:০৭, ১৮ মার্চ ২০২৫

আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার

ছবি সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী এবং তার পাঁচ সহযোগীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

১৭ মার্চ (সোমবার) ভোরে র‌্যাব অভিযানে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) আদালতে তাদের গ্রেফতার দেখানো হয় এবং দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির, যিনি ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতাররা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪), হাসান (৪৩) এবং মনিরুজ্জামান (২৪)। এদের মধ্যে আতাউল্লাহ এবং বাকি সহযোগীরা মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, তাদের মধ্যে আতাউল্লাহ ছাড়া অন্যরা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাস করতেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোরশেদ আলম মোল্লা জানান, গ্রেফতাররা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। র‌্যাব ও পুলিশের কাছে তথ্য ছিল যে, তারা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বহুতল ভবনে বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আসামিরা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করছিল।

ইউ

সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়: প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন

‘বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি’

নবাবগঞ্জে মূল্যবোধ, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড

আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা বৃহস্পতিবার থেকে

ভোজ্যতেলে ফের করসুবিধা চায় ট্যারিফ কমিশন

​​​​​​​তসলিমাকে রাজ্যে ফেরানোর আর্জি বিজেপি সাংসদের

কানাডার প্রধানমন্ত্রী প্রথা ভেঙ্গে প্রথম বিদেশ সফরে ইউরোপে

তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ