
ছবি সংগৃহীত
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী এবং তার পাঁচ সহযোগীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
১৭ মার্চ (সোমবার) ভোরে র্যাব অভিযানে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) আদালতে তাদের গ্রেফতার দেখানো হয় এবং দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির, যিনি ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
গ্রেফতাররা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪), হাসান (৪৩) এবং মনিরুজ্জামান (২৪)। এদের মধ্যে আতাউল্লাহ এবং বাকি সহযোগীরা মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। র্যাব জানায়, তাদের মধ্যে আতাউল্লাহ ছাড়া অন্যরা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাস করতেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোরশেদ আলম মোল্লা জানান, গ্রেফতাররা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। র্যাব ও পুলিশের কাছে তথ্য ছিল যে, তারা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বহুতল ভবনে বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আসামিরা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করছিল।
ইউ