ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৯ মার্চ ২০২৫

English

জাতীয়

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ১৮ মার্চ ২০২৫

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যূলিকা নাঈম খানের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, এসব ব্যাংক হিসাবের মধ্যে বিভিন্ন সময়ে মোট ৩৮৫ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৮৩৯ টাকা জমা হয়েছিল এবং এসব হিসাব থেকে উত্তোলন করা হয় ৩৭৯ কোটি ৫২ লাখ ৫ হাজার ৭৫ টাকা।

দুদকের উপপরিচালক আফরোজা হক খান এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান অবৈধ উপায়ে অর্থ অর্জন করে ওই অর্থের উৎস আড়াল করতে নিজ নামে, স্ত্রী ও তিন মেয়ের নামে ১৬৩টি ব্যাংক হিসাব খুলে ৩৮৬ কোটি টাকা জমা করেছেন এবং ৩৭৯ কোটি টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

এছাড়া, অনুসন্ধানকালে তার বিভিন্ন প্রতিষ্ঠান ও পারিবারিক সদস্যদের নামে কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন, যা অনুসন্ধানের ক্ষতি করতে পারে।

এদিকে, গত ২৫ ফেব্রুয়ারি আদালত নাঈমুল ইসলাম খান এবং তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ইউ

সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়: প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন

‘বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি’

নবাবগঞ্জে মূল্যবোধ, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড

আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা বৃহস্পতিবার থেকে

ভোজ্যতেলে ফের করসুবিধা চায় ট্যারিফ কমিশন

​​​​​​​তসলিমাকে রাজ্যে ফেরানোর আর্জি বিজেপি সাংসদের

কানাডার প্রধানমন্ত্রী প্রথা ভেঙ্গে প্রথম বিদেশ সফরে ইউরোপে

তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ