
ছবি সংগৃহীত
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিদের যেভাবে বলছেন, সেই মাত্রায় নেই। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ওমরাহ ভিসা জটিলতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিদেশিদের পক্ষ থেকে যে পর্যায়ে বলা হচ্ছে, তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, ‘আমাদের সরকারের কাছে এসব বিষয় এসেছে এবং আমরা বারবার এ বিষয়টি অস্বীকার করে আসছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা সত্যি আছে, তবে আমরা সজাগ রয়েছি এবং এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।’
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসব ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করব।’ তিনি আরো বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী শনাক্ত করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়া, খালিদ হোসেন আরো বলেন, ‘আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে যে, এ ধরনের অপরাধের সাথে জড়িত কতজনকে আটক করা হয়েছে, এবং আমরা সেই তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো।’
তিনি বলেন, সরকার নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যাতে দেশে তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছে।
ইউ