ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৫ মার্চ ২০২৫

English

জাতীয়

‘সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ১৫ মার্চ ২০২৫

‘সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

ছবি সংগৃহীত

প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম  বলেছেন, ‘এন্টিসিপেটরি একশন-শুধু একটি ধারণা নয়, এটি দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষার একটি কার্যকর উপায়। আজকের সংলাপে জলবায়ু সংকট ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন এর প্রয়োজনীয়তা আরো সুস্পষ্ট হয়েছে। তবে সংলাপে গৃহীত সিদ্ধান্তসমূহ কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের প্রত্যাশা করছি। দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি, পূর্ব সতর্কতা ব্যবস্থা উন্নয়ন এবং সময়মতো সহায়তা পৌঁছে দিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।’

শনিবার (১৫ মার্চ) খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন , সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট , স্টার্ট নেটওয়ার্ক, সুইস রেড ক্রস ও স্টেপ কনসোর্টিয়াম এর সহযোগিতায় এন্টিসিপেটরি একশন টেকনিক্যাল ওয়াকিং গ্রুপের সমন্বয়ে বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা: মো. আজিজুল ইসলাম একথা বলেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী এর পরিচালক আহমেদুল হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি  ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট- মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোমেনুল ইসলাম।

সংলাপে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট (ডিসিআরএম) বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। এছাড়া  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, আইএফআরসি ও পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধি সহ সরকারি ও বেসরকারি উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা। এন্টিসিপেটরি একশন টেকনিক্যাল ওয়াকিং গ্রুপের সমন্বয়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক শাহজাহান সাজু সংলাপটি সমন্বয় করেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ জেলাগুলোর দুর্বলতা চিহ্নিতকরণ এবং পূর্বাভাসভিত্তিক মানবিক সহায়তা বিষয়ক কার্যক্রমকে আরো সমন্বিত করতে চতুর্থ বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যতের জন্য আগাম মানবিক কার্যক্রমের অন্বেষণ ও উন্নয়নের লক্ষ্যেই এর আয়োজন।

সকল অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সংলাপ অতীত অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য আরও কার্যকর, টেকসই এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম কার্যক্রম বাস্তবায়নের পথ উন্মুক্ত করবে। একইসাথে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কৌশল এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে মত বক্তাদের।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কতা বিষয়টিকে আরও প্রসারিত করতে ২০২৩, ২০২৪ ও চলতি বছরের শুরুতে ৩টি বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহপ্রবণ অঞ্চলে চতুর্থবারের মত আয়োজন করা হয়েছে বিভাগীয় এ সংলাপের। 
 

ইউ

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ক্রিকেটের বনেদী ফরম্যাট টেস্টের ১৪৮তম জন্মদিন

হাতিয়াতে বিএনপি নেতা শামীমকে প্রত্যাখানের ঘোষণা

জাতিসংঘ রোহিঙ্গা সংকট কাটাতে সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ: গুতেরেস

আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি ঘোষণা

গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ 

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অধিদপ্তর

গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম

বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব

নেত্রকোনায় পথচারীদের মাঝে যুবদলের ইফতার বিতরণ

মাদক বিক্রির অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ নরসিংদী ডিবির ওসির বিরুদ্ধে

‘সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

ইরানে হিজাববিহীন নারীদের শনাক্তে ড্রোন ব্যবহৃত হচ্ছে

বিএনএনআরসি’র জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট প্রক্রিয়াকে অনুসমর্থন

এক সপ্তাহের মধ্যে ধর্ষকের শাস্তি কার্যকরের দাবি