ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৫ মার্চ ২০২৫

English

জাতীয়

ঈদযাত্রা:

২৫ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০:৪২, ১৫ মার্চ ২০২৫

২৫ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ

সংগৃহীত ছবি

বরাবরের মতো আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার (১৫ মার্চ) বিক্রি হবে আগামী ২৫ মার্চের টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে।


এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শনিবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। সে অনুযায়ী, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ ও ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হবে। এছাড়া ২৮ মার্চের টিকিট মিলবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট মিলবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট মিলবে ২০ মার্চ।

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ বিক্রি করা হবে ১ ও ২ এপ্রিলের টিকিট। এবারের ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা। 

বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি ট্রেন চালানো হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চলবে। এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চলবে।

ঈদে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৬৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেইসঙ্গে মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে।
 

//এল//

‘সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

ইরানে হিজাববিহীন নারীদের শনাক্তে ড্রোন ব্যবহৃত হচ্ছে

বিএনএনআরসি’র জাতিসংঘের গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট প্রক্রিয়াকে অনুসমর্থন

এক সপ্তাহের মধ্যে ধর্ষকের শাস্তি কার্যকরের দাবি

নারীর প্রতি সহিংসতা: ‘হেল্প অ্যাপে’ জানালেই হবে এফআইআর

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, একাধিক বগি ক্ষতিগ্রস্ত

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, ভাইরাল অডিওতে যা শোনা গেল

চা বিক্রি করেই চলে নাসিম শেখের  সংসার

ফেসবুক আইডিতে স্টিকার কমেন্ট করলে কী হয়?

জমে উঠেছে ঈদের কেনাকাটা

ধর্ষণচেষ্টার অভিযোগ: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

আশফাক নিপুনের ‘জিম্মি’তে জয়া

কানাডার নতুন প্রধানমন্ত্রীর শপথ