
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র জানান, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ বিকেলে চীনের উদ্দেশে রওনা দেবেন এবং ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সফরের সময় চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে, ২৮ মার্চ, প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া, ২৯ মার্চ চীনের পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার পর প্রধান উপদেষ্টা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন।
এ সফর বাংলাদেশ-চীন সম্পর্কের আরো জোরদার করার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইউ