
ছবি সংগৃহীত
সাভারে পুলিশের সাঁজোয়া যানে তুলে গুলি করে পরে রাস্তায় ফেলে দেওয়া শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১১ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আদালত এ আদেশ দেন। এই সিদ্ধান্ত প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রহণ করা হয়। প্রসিকিউটর গাজি এম এইচ তামিম জানান, সাভারে গুলির পর পুলিশ সাঁজোয়া যানে তুলে নিয়ে শিক্ষার্থী ইয়ামিনকে রাস্তায় ফেলে হত্যা করা হয়। ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নামও উঠে এসেছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ইয়ামিন হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ১৮ মে পরবর্তী দিন ধার্য হয়েছে।
ইয়ামিন হত্যার অভিযোগে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলায় ইয়ামিনকে গুলি করা হয় এবং সাঁজোয়া যানে তুলে রাস্তায় ফেলে হত্যা করা হয়। পুলিশ তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে দেয়, তবে তিনি তখনও বাঁচতে চেষ্টা করছিলেন। পরে, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যাকাণ্ডের পর পুলিশ বাহিনী ইয়ামিনের মরদেহ নিয়ে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমনকি পরিবারের সদস্যদেরকে মামলা করার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ হত্যাকাণ্ডটি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার কারণে বিশেষ মনোযোগ পেয়েছে, এবং এ বিষয়ে পরবর্তী শুনানি ১৮ মে অনুষ্ঠিত হবে।