
ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রবিবার (৯ মার্চ) দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
আদালত যে ১৯১টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন, সেগুলোর মধ্যে বর্তমানে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন।
দুদক জানিয়েছে, সামিট গ্রুপ এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দেখা গেছে, আজিজ খান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যা সন্দেহজনক এবং অস্বাভাবিক।
এছাড়াও, দুদক সতর্ক করেছে যে, এই অর্থ যেকোনো সময় বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে অথবা তা তুলে নেয়া হতে পারে। তাই, অর্থপাচার ও লুকানোর সম্ভাবনা রোধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বছর ৭ অক্টোবর আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে এবং ব্যাংকগুলোকে এসব অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ব্যবসায়ীর মধ্যে একটি অবস্থান অধিকারী এবং গোপালগঞ্জ-১ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভাই।
ইউ