ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১০ মার্চ ২০২৫

English

জাতীয়

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ৯ মার্চ ২০২৫

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।

রবিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন। রসায়ন, ইংরেজি, লোকপ্রশাসনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন। তারা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজের নারী শিক্ষার্থীরা মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে পোস্টারে ছিল, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’—এ ধরনের দাবি। তারা ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়, বিশেষ করে মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন।

এছাড়া, তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস এবং বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন।

ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এ ধরনের প্রতিবাদ কর্মসূচি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে।

ইউ

রাণীশংকৈলে নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ঠাকুরগাঁও

সাভারে নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ

হোয়াইট হাউসের বাইরে অস্ত্রধারীকে গুলি, ট্রাম্পকে হত্যাচেষ্টা

পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান রিজওয়ানার

দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি কোয়ালিশনের

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি

অনলাইনে নারীদের প্রতি হয়রানি ও সহিংসতার ঝুঁকি বাড়ছে

নাসা গ্রুপের চেয়ারম্যানের ৭টি বাড়ি জব্দের আদেশ

ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেখানে মব সেখানেই গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

ঈদে যখন যে অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে