ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১০ মার্চ ২০২৫

English

জাতীয়

স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ এপ্রিল থেকে শুরু করবে ইসি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ৯ মার্চ ২০২৫

স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ এপ্রিল থেকে শুরু করবে ইসি

ফাইল ছবি

চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর ১২ এপ্রিল থেকে পুনরায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসি সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি বলেন, “এই সময়ে মুদ্রিত স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল, কারণ কারিগরি যন্ত্রপাতিগুলো হালনাগাদ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১১ এপ্রিল হালনাগাদ কার্যক্রম শেষ হলে স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করা সম্ভব হবে।

এছাড়া, ইসি জানায়, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন, তবে এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন ভোটার স্মার্ট কার্ডের বাইরে রয়েছেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে, জুন মাসে নতুন ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে, যেখানে আরও ৫০ লাখের বেশি নতুন ভোটারের অন্তর্ভুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়, তবে দীর্ঘ আট বছরের বেশি সময় পরেও দেশের সব নাগরিকের হাতে এই কার্ড পৌঁছানো সম্ভব হয়নি।

ইউ

রাণীশংকৈলে নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ঠাকুরগাঁও

সাভারে নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ

হোয়াইট হাউসের বাইরে অস্ত্রধারীকে গুলি, ট্রাম্পকে হত্যাচেষ্টা

পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান রিজওয়ানার

দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি কোয়ালিশনের

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি

অনলাইনে নারীদের প্রতি হয়রানি ও সহিংসতার ঝুঁকি বাড়ছে

নাসা গ্রুপের চেয়ারম্যানের ৭টি বাড়ি জব্দের আদেশ

ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেখানে মব সেখানেই গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

ঈদে যখন যে অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে