ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ০৬ মার্চ ২০২৫

English

জাতীয়

নিয়ন্ত্রণে গাবতলীর বস্তির আগুন: পুড়ল দেড়শো ঘর, দুটি বাস

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০:৫৮, ৬ মার্চ ২০২৫

নিয়ন্ত্রণে গাবতলীর বস্তির আগুন: পুড়ল দেড়শো ঘর, দুটি বাস

সংগৃহীত ছবি

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীর বস্তিতে লাগা আগুন। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।

ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

ছালেহ উদ্দিন বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে আসছে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।

বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। ধীরে ধীরে বাড়তে থাকে আগুন। পাশাপাশি কয়েকটি বস্তি থাকায় শেষে অন্য বস্তিতেও ছড়িয়ে যায় আগুন।

//এল//

২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

ঈদের কেনাকাটা: বাজারে জমজমাট ভিড়

নির্বাচন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক ও গিয়াস উদ্দিন

এনআইডি ইসিতেই রাখা হোক: সিইসি

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা

এফএসআইবিএল-জাপান বাংলাদেশ হাসপাতালের মধ্যে চুক্তি 

৮ ঘণ্টা পর থানা ছাড়লেন ‘তৌহিদী জনতা’

ভাষানটেক বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে

হরিপুরে শিমুল ফুলের রক্তিম রঙে  রঙিন প্রকৃতি

ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’র মোড়ক উন্মোচন

রাজধানীর ভাষানটেকের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র  

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার