
ফাইল ছবি
বাংলাদেশে তরুণ চেঞ্জমেকারদের জন্য লিডারশিপ কর্মসূচি চালু করল ইউনিসেফ।
আজ বুধবার (৫ মাচ) বাংলাদেশে তরুণ নেতৃত্বের ক্ষমতায়নের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের লি কাওন ইউ স্কুল অব পাবলিক পলিসির (এলকেওয়াইএসপিপি) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’ শীর্ষক একটি আবাসিক কর্মসূচি চালু করছে ইউনিসেফ।
এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের নীতি-নির্ধারণী, অ্যাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ে আবশ্যকীয় দক্ষতাসম্পন্ন করে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পাবলিক পলিসি সাইকেল (সরকারি নীতি প্রক্রিয়া) ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য প্রয়োজনীয় কৌশল সম্পর্কে ধারণা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম এমন কার্যকরী টুল সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীরা কৌশলগত নীতি-নির্ধারণ, কার্যকর যোগাযোগ স্থাপন এবং বাস্তবসম্মত উপায়ে সমস্যার সমাধানসহ সুনেতৃত্বের জন্য জরুরি দক্ষতাগুলো রপ্ত করতে পারবেন।
এই কর্মসূচির জন্য ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচ যেমন তাদের আবাসন, খাবার এবং নির্ধারিত স্থানে যাওয়া ও আসার জন্য যাতায়াত খরচ দেয়া হবে।
ইউ