ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৫ ফেব্রুয়ারি ২০২৫

English

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংগৃহীত ছবি

দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। 

না হলে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দিয়ে সড়কের অবস্থান ছেড়েছেন তারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের পক্ষে এ আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রয়। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ-এর ব্যানারে আন্দোলনকারীরা এ আলটিমেটাম দেন।


এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে ৩টা ৫ মিনিট নাগাদ রাজধানীর শিক্ষাভবন মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা শিক্ষাভবন মোড়ে যাওয়ার আগেই পুলিশ ব্যড়িকেড দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলেন। পরে পুলিশ নিজেই আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেয়। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কিরও ঘটনা ঘটে।

জাহাঙ্গীরনগরের ওই শিক্ষার্থী বলেন, আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে গণঅভ্যুত্থানের অংশীদার, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা আগামীকাল রাজু ভাষ্কর্য থেকে আমাদের সর্বোচ্চ জনবল নিয়ে মশাল মিছিল বের করবো। সে মিছিল থেকে আমরা আমাদের ৯ দফা বাস্তবায়নের লড়াই বেগবান করবো।

এসময় তিনি সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষকে গণপ্রতিরোধ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আন্দোলনকারীদের ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে- সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

//এল//

আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

সাত্রিয় নৃত্য’ পরিবেশনের মধ্য দিয়ে  শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

অনেক তরুণীকে নিজ স্বপ্নপূরণে অনুপ্রেরণা যোগাবে

ধর্ষণসহ দেশের আইন-শৃঙ্খলা অবনতিতে এমজেএফ-এর উদ্বেগ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের প্রত্যাশাঃ ড: সায়েদুর

পবিত্র রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

বাবা-মায়ের সামনে থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

সাজেকের আগুনে পুড়লো রিসোর্ট, কটেজসহ ৬০ স্থাপনা

‘আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্ধ্যার পরেই টের পাবেন’

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা