ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৪ ফেব্রুয়ারি ২০২৫

English

জাতীয়

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ

সংগৃহীত ছবি

সম্প্রতি গুঞ্জন উঠেছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিতে অন্তর্বর্তী সরকারের বাইরে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এবং মূলধারার গণমাধ্যমগুলোতে এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে।


ঘটনা পরিক্রমায়, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে যোগাযোগের পর গণমাধ্যমগুলো এখন প্রায় নিশ্চিত, গুঞ্জনটি বাস্তব হতে আর বেশি সময় নেই। আগামী মঙ্গলবার নাহিদ ইসলামের সরকারের সঙ্গে শেষ দিন হতে পারে, এবং পরদিন তার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা মূলত তরুণদের নিয়ে গঠিত হবে।

সূত্রমতে, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি)  জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এজন্য, এর আগের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, মার্চ থেকে রোজা। তাই ফেব্রুয়ারির মধ্যেই দল আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১ লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা। সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা।

দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়েও রয়েছে পৃথক কমিটি। এসব কমিটি দফায় দফায় সভা করছে। সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে।

এর আগে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে সাড়ে ৩ লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। এসব মতামত যাচাই করছেন তারা।

এদিকে আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম ও সাংগঠনিক কাঠামো নিয়ে এখনও রহস্য তৈরি করে রাখা হয়েছে। শীর্ষ পদগুলো নিয়ে  সমঝোতায় আসতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। তবে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন, এটা অনেকটাই নিশ্চিত। 

সেইসঙ্গে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটা নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্রনেতারা।

আরও জানা গেছে, দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নিশ্চিত হওয়া গেছে, আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এখন পর্যন্ত কে কোন পদে থাকবেন, তা নিয়ে চলছে দর-কষাকষি। তবে একটি সূত্র বলছে, দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।

এ ব্যাপারে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়নসহ বিভিন্ন কমিটি করা হয়েছে। কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। তবে, সংগঠনের নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং লক্ষ্য-উদ্দেশ্য ও ভিশন-মিশনে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনায় নিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করব। আশা রাখি, সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো।

//এল//

সাংবাদিক মীর আফরোজ জামানকে হুমকি: ডিইউজের নিন্দা

উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা 

মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবে

প্রধান উপদেষ্টা বরাবর কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে: সিইসি

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

বিচ্ছিন্ন দ্বীপসমূহের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের তৈরি পোশাক খাতে দ্রুত জ্বালানি রূপান্তরের উদ্যোগ গ্রহণ

পাটের ব্যাগের ব্যাপক প্রচলন  ও ব্যবহারের ওপর গুরুত্ব উপদেষ্টাদের

‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা

‘নারীরা ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছেন না’

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ