ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২৩ ফেব্রুয়ারি ২০২৫

English

জাতীয়

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৯:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাস্তা অবরোধ করেন তারা। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসাদ গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।


মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদুর রহমান জানান, আসাদ গেট এলাকায় রাস্তা বন্ধ করে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছেন। এ জন্য আশেপাশের কিছু পয়েন্টে যানবাহন চলাচল সীমিত রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী জানান, তারা ধর্ষকের মৃত্যুদণ্ড চান।

তাসনিম সিদ্দিকী নামে অপর এক শিক্ষার্থী বলেন, 'দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। এছাড়া, জুলাই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন, তাদেরকেও কোনো কথা বলতে দেখছি না। যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি।'

'প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই- এই দাবিতে আমরা এখানে এসেছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, তারা আমাদের কথা শুনবে। এখন আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে যাচ্ছি। তারা আমাদের দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হলে আমরা সারাদেশে বৃহত্তর কর্মসূচি পালন করব', বলেন তিনি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, দুপুরের দিকে ছাত্র-জনতা আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করেছে। এখানকার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় ইডেন কলেজের বকুলতলায় ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ওই কলেজে শিক্ষার্থীরা। এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

//এল//

সাংবাদিক মীর আফরোজ জামানকে হুমকি: ডিইউজের নিন্দা

উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা 

মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবে

প্রধান উপদেষ্টা বরাবর কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে: সিইসি

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

বিচ্ছিন্ন দ্বীপসমূহের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের তৈরি পোশাক খাতে দ্রুত জ্বালানি রূপান্তরের উদ্যোগ গ্রহণ

পাটের ব্যাগের ব্যাপক প্রচলন  ও ব্যবহারের ওপর গুরুত্ব উপদেষ্টাদের

‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা

‘নারীরা ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছেন না’

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ