ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২১ ফেব্রুয়ারি ২০২৫

English

জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান মহিলা পরিষদের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান মহিলা পরিষদের

ফাইল ছবি

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম ও আন্দোলনের গৌরবময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ মহান ২১ ফেব্রুয়ারি ’২৫ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মদান ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করা হচ্ছে, যাদের আত্মত্যাগের ফলে এই দিবসটি ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ভাষা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারী সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলনের রক্তস্রোতের ধারায় বাঙালি জাতীয়তাবাদ, মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষতা বিকশিত হয়েছে, যার পূর্ণ প্রকাশ ঘটেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।

বিবৃতিতে সবাইকে দিবসটি পালনের আহ্বান জানিয়ে বলা হয়, আসুন আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মাতৃভাষা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই। সংগঠনটি মাতৃভাষা দিবসের প্রাক্কালে মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় এবং নারী নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করার প্রস্তাব দেয়।

এছাড়া, মহিলাপরিষদ শিক্ষা নীতির ক্ষেত্রে একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানায় এবং দেশে অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষার প্রতিষ্ঠা ও বিকাশের দাবি জানায়।

ইউ

খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

‘বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে’

 ‘বিশ্বে বাংলা ভাষাকে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছি’

মাতৃভাষা দিবসে প্রাণোচ্ছল বইমেলা

চট্টগ্রামে একুশের আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ

 আতঙ্কে জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড  দল ‘কৃষ্ণপক্ষ’

মবতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয়

জলবায়ু ,ন্যায়বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অস্ট্রেলিয়ার সহযোগিতা

মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন

তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল আন্তর্জাতিক মাতৃভাষা পদক

রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 

ভাষা শহীদদের প্রতি উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

শেখ হাসিনার অন্যায়-অত্যাচারের তথ্য সংগ্রহে থাকা উচিত: প্রেস সচিব

এবার বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা: সারজিস